একজন নারী ছোট স্কার্ট পরে বা ধূমপান করে বলেই তার সঙ্গে যা খুশি করা যায় না

বিনোদন ডেস্ক

১০ বছর আগে অভিনেত্রী তনুশ্রী দত্তকে যৌন হেনস্তা করেছিলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার- এমন অভিযোগের পর বি-টাউন এখন নিপীড়নবিরোধী আন্দোলনে সোচ্চার। এর আগে হলিউডে যখন হ্যাশটাগ দিয়ে মি টু আন্দোলন চলছিল, তখন কার্যত নীরব ছিল বি-টাউন। এখন নিপীড়নবিরোধী মত দিয়ে সোচ্চার হচ্ছেন বলিউডের তারকারা।

অন্যান্য তারকার মতো মালাইকা অরোরা মি টু আন্দোলনের পক্ষে মত দিয়েছেন। তনুশ্রী দত্তকে সমর্থন দিয়ে তিনি বলেছেন, ‘আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু কাজের পরিবেশ নিরাপদ করার একমাত্র উপায় হলো হেনস্তাকারীদের চিহ্নিত করা।’

মালাইকা বলেন, ‘বিনোদন জগতে কাজ করা খুব কঠিন। কারণ যেসব মেয়ে ছবি ও মডেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের সবাই সহজলভ্য মনে করে। এ ধারণা বদল হওয়া দরকার। একজন নারী ছোট স্কার্ট পরে বা ধূমপান করে বলেই তার সঙ্গে যা খুশি করা যায় না। সে যা করে নিজের ইচ্ছেতেই করে।’

৪৪ বছরের এ অভিনেত্রী বলেন, মেয়েদের উচিত নিজেদের সমস্যার কথা খোলাখুলি বলা।

‘যখন কেউ আপনার জীবনের কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি করছে, আপনি সেটা নিয়ে মুখ না খোলা পর্যন্ত কেউ জানতেই পারবে না। আপনি যখনই বাড়ি থেকে বের হবেন, মাথায় তো এই চিন্তা নিয়ে ঘুরতে পারেন না যে আমার কাজের জায়গা জীবনটা শেষ করে দিচ্ছে। এটা বদলানো দরকার।’

গত মাসে তনুশ্রী দত্ত অভিযোগ করেন, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি আইটেম গানের শুটিং চলাকালে নানা পাটেকার তাঁকে যৌন হেনস্তা করেছিলেন। তবে নানা পাটেকার তনুশ্রীর সব অভিযোগকে ‘মিথ্যা’ বলেছেন। শনিবার মুম্বাই পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তনুশ্রী। ঘটনার সত্যতা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

‘ভারতের পরবর্তী টপ মডেল’ নামের একটি নতুন শোর উদ্বোধন অনুষ্ঠানে তনুশ্রী দত্ত-নানা পাটেকার বিতর্ক প্রসঙ্গে মালাইকা বলেন, ‘তনুশ্রীর ব্যাপারটি পর্যবেক্ষণ করছি। খুব খারাপ লাগছে, এখনো মানুষ এমনকি মিডিয়াও দায়িত্বজ্ঞানহীন কথা বলছে। সবার একতাবদ্ধ হওয়ার এখনই প্রকৃত সময়।’

‘১০ বছর পর কেন সে এসব বলছে, এ ধরনের প্রশ্ন একদম ঠিক নয়। ১০ বছর আগে বা পরে বললে কী এমন পার্থক্য হয়? আমাদের উচিত তার প্রশংসা করা, হাততালি দেওয়া। কারণ অবশেষে কেউ তার গল্প বলেছে’, বলেন মালাইকা।

তারকা অভিনেতা স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, রাভিনা ট্যান্ডন, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, ফারহান আখতার, সিদ্ধার্থ, বীর দাস, টুইঙ্কেল খান্না, অনুরাগ কাশ্যপ, বরুণ গ্রোভার, ফ্রিদা পিন্টো, কাজল, পরিণীতি চোপড়া, অর্জুন কাপুর, স্বপ্না পাব্বি, আনুশকা শর্মা, বরুণ ধাওয়ান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, পূজা ভাট, রেণুকা সাহানে, ডিম্পল কাপাডিয়াসহ অনেকেই তনুশ্রীকে সমর্থন জানিয়েছেন। তাঁরা বলছেন, বলিউডে নিরাপদ কাজের পরিবেশ জরুরি হয়ে পড়েছে।

মালাইকা অরোরা এখন ‘নেক্সট টপ মডেল’ রিয়েলিটি শোর বিচারকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিশাল ভরদ্বাজের পাতলা ছবিতে ‘হ্যালো হ্যালো’ গানে তাঁকে দেখা গেছে। সূত্র : এনডিটিভি ও ডিএনএ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে