মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিম ভোটে জিতেছেন

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়া দক্ষিণাঞ্চলের পোর্ট ডিকিনসনের সংসদীয় আসনের উপনির্বাচনে ৫২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন দলের প্রধান আনোয়ার ইব্রাহিম। খবর এএফপির।

আজ শনিবার অনুষ্ঠিত নির্বাচনে আনোয়ার ইব্রাহিম ৩১ হাজার ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন কমিশন সূত্রের উল্লেখ করে এ খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম মালয়েশিয়াকিনি।

এদিকে বিশ্লেষকরা মনে করছেন, আনোয়ার ইব্রাহিমের এ বিজয় তাকে মাহাথির মোহাম্মদের হাত থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পথ সুগম করল। বলা যায়, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এই প্রথমবারের মতো বড় ধরনের কোনো পরীক্ষার মুখোমুখি হয়েছেন মালয়েশিয়ার ক্ষমতাসীন জোটের নেতা আনোয়ার ইব্রাহীম। অবশ্য আগে থেকেই উপকূলীয় আসন পোর্ট ডিকসনের এই নির্বাচনে আনোয়ার ইব্রাহীম জিতবেন- এমনটা ধারণা করা হচ্ছিল।

গত মে মাসের নির্বাচনে এই আসনে যিনি জয়ী হয়েছিলেন তার ভোটের ব্যবধান ছিল ১৭ হাজারের বেশি। এক্ষেত্রে আনোয়ারকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দিতেই তিনি পদত্যাগ করেছেন বলে অনেকে মনে করছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে