হুমকির মুখে পালাল মালদ্বীপের ৪ নির্বাচন কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

হুমকির মুখে মালদ্বীপ নির্বাচন কমিশনের ৪ সদস্য শ্রীলংকায় পালিয়ে গেছেন।

আজ শনিবার এ তথ্য জানিয়েছে মালদ্বীপের দুজন কর্মকর্তা। নির্বাচনের ফল নিয়ে পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী আবদুল্লাহ ইয়ামেনের করা আবেদনের শুনানি শুরুর একদিন আগে পালালেন তারা। খবর এনডিটিভির।

universel cardiac hospital

এনডিটিভির খবরে বলা হয়, মালদ্বীপের বর্তমান নির্বাচন কমিশনের মোট সদস্য ৫ জন। এদের মধ্যে চারজনই পালিয়ে গেছেন। বাকি একজন বর্তমানে দেশে আছেন।

পালিয়ে যাওয়াদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তাই পলাতক করছি।

অভিযোগ উঠেছে হুমকি এসেছে পরাজিত প্রার্থী আবদুল্লাই ইয়ামিনের দল প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপের পক্ষ থেকে। তবে অভিযোগ অস্বীকার করেছে দলটি।

দীর্ঘ দিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতার পর সেপ্টেম্বর মাসের ২৩ তারিখে দ্বীপরাষ্ট্রটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের ফলে ১৬ শতাংশের ব্যবধানে আবদুল্লাহ ইয়ামিনকে হারিয়ে জয়ী হন বিরোধীদলীয় প্রার্থী ইবরাহিম মোহাম্মদ সালিহ। ফল প্রকাশিত হওয়ার পর সব পক্ষই এটি মেনে নেয়। এ ছাড়া যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নও এ ফলকে স্বাগত জানায়।

শুরুতে আবদুল্লাহ ইয়ামিনও ফল মেনে নিলেও পরে তিনি ভোটে কারচুপির অভিযোগ আনেন। এ অভিযোগের পেছনে তিনি কিছু প্রমাণ রয়েছে বলেও উল্লেখ করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে