উত্তরখানে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩

ডেস্ক রিপোর্ট

রাজধানীর উত্তরখানে ব্যাপারীপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ জনের মধ্যে সুফিয়া বেগম (৫০) নামে আরেকজন মারা গেছেন।

এ নিয়ে এ দুর্ঘটনায় তিনজন মারা গেলেন। দগ্ধ ৮ জন একই পরিবারের সদস্য।

universel cardiac hospital

আজ রোববার সকাল ৭টার দিকে সুফিয়া ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আগুনে তার ৯৯ শতাংশ শরীর দগ্ধ হয়েছিল।

এর আগে শনিবার আজিজুল ও মুসলিমা নামে দুজন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার ভোর ৪টার দিকে তিনতলা একটি বাড়ির নিচতলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে একই পরিবারের ৮ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ভোর ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন উত্তরা ফায়ার স্টেশনের কর্মীরা।

এ ঘটনায় হাসপাতালে ভর্তি আছেন- ডাবলু (৩৩), আনজু (২৫), আব্দুল্লাহ (৫), পূর্ণিমা (৩৫) ও সাগর (১২)।

হাসপাতালের বার্ন ইউনিট সূ্ত্রে জানা গেছে, আগুনে ডাবলুর শরীরের ৬৫ শতাংশ, আনজুর ৬ শতাংশ, আব্দুল্লাহর ১২ শতাংশ, পূর্ণিমার ৮০ শতাংশ এবং সাগরের শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে।
আহতদের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার গোবিন্দপুর এলাকায়।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে