নাইজেরিয়ায় কয়েক দিন ধরে চলা সাম্প্রদায়িক দাঙ্গায় কমপক্ষে ৫৫ জন খুন হয়েছে। দেশটির পুলিশ বিভাগের বরাত দিয়ে আজ রবিবার এই তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।
দেশটির স্থানীয় এক পুলিশ কমিশনার আহমদ আব্দুর রহমান জানান, দেশটির কাশুয়ান মাঘানি এলাকায় দুইটি সম্প্রদায়ের মধ্যে কয়েকদিন ধরে সংঘর্ষ চলে। এতে দুই গ্রুপের কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, সংঘর্ষে জড়িত ছিল এমন ২২ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু দুই সম্প্রদায়ের মধে ঘটা সাম্প্রদায়িক দাঙ্গাকে তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।