তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ানে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২২ জন নিহত হয়েছে বলে খবরে প্রকাশ। রোববার স্থানীয় সময় বিকেল পৌনে ৫টার দিকে ইয়ালিন কাউন্টিতে এ দুর্ঘটনায় আহত হয়েছে ১৭১ যাত্রী। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

বিবিসি জানিয়েছে, ট্রেনটি রাজধানী তাইপে থেকে পূর্বাঞ্চলীয় কাউন্টি তাইতুংয়ে যাচ্ছিল। এতে যাত্রী ছিল ৩৬৬ জন। ট্রেনের আটটি বগিই লাইনচ্যুত হয়েছে।

তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, বগির নিচে আরো অনেকে চাপা পড়ে থাকতে পারে।

পুইয়ুমা নামের দ্রুতগতির এ ট্রেন রাজধানী তাইপে থেকে ৭০ কিলোমিটার দূরে সু’য়াও শহরের কাছে সিনমা স্টেশনের কাছাকাছি লাইনচ্যুত হয়।

কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিভাবে তা জানা য়াযনি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা বড় ধরনের শব্দ শোনার পর স্ফুলিঙ্গ ও ধোঁয়া দেখেছেন।

জরুরি চিকিৎসা কর্মী এবং অগ্নিনির্বাপক দলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানো এবং বগিতে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে সহায়তা করছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাস্থলে ১২০ সেনা সদস্যকে পাঠানোর কথা জানিয়েছে।

তাইওয়ান রেলওয়ে প্রশাসনের উপপ্রধান লু চেই-শেন এক সংবাদ সম্মেলনে জানান, ট্রেনটি মাত্র ছয় বছরের পূরাতন এবং দুর্ঘটনার আগে এটি বেশ ভাল অবস্থায় ছিল। রেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে