টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে বোলিং করবে বাংলাদেশ।

পরিবর্তন :
বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। জিম্বাবুয়ের একাদশে এসেছেন এল্টন চিগুম্বুরা। ক্রেইগ আরভিনের জায়গায় খেলবেন চিগুম্বুরা।

বাংলাদেশ একাদশ :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বী, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মু্স্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

টস :
আবারো টস জিতলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক এবার আগে ফিল্ডিং নিলেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর আড়াইটায়।

শিশির ভাবনায় ফিল্ডিংয়ে বাংলাদেশ :
শিশির ভাবনায় টস হয়ে গিয়েছিল মহাগুরুত্বপূর্ণ। মহাগুরুত্বপূর্ণ টসে জিতলেন মাশরাফি। শিশির ভাবনায় অধিনায়ক নিলেন ফিল্ডিং। আগে ফিল্ডিং করায় পরে ব্যাটিংয়ে নিশ্চিতভাবেই সুবিধা পাবে বাংলাদেশ। বল গ্রিপ করতে পারবেন না স্পিনাররা। পেসারদেরও একই পরীক্ষার মুখোমুখি হতে হবে। প্রতিপক্ষকে সামলানোর থেকে শিশির নিয়েই বেশি ভাবতে হবে জিম্বাবুয়েকে।

২৩তম সিরিজ জয়ের হাতছানি :
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ জিতলেই বাংলাদেশ জিতবে ২৩তম ওয়ানডে সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৯টি ওয়ানডে সিরিজ। আজ জিতলে দুই অঙ্কের ঘরে প্রবেশ করবে বাংলাদেশ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে