প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বাতিল হওয়া ঢাকা বিশ্ববিদ্যায়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বাছাই পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন তারিখ নির্ধারণ করেছে। আগামী ১৬ নভেম্বর এ পরীক্ষা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম এ তথ্য নিশ্চিত করেছেন। ১৬ নভেম্বর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাধিক কেন্দ্রে এ পরীক্ষা হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির জরুরি সভায় আগের পরীক্ষা বাতিল করে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর, শুক্রবার ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে। কমিটি একজন ভর্তিচ্ছুর মোবাইলে সকাল ৯টা ১৭ মিনিটে প্রশ্ন পাওয়ার প্রমাণ পায়। তা সত্বেও পরীক্ষা বাতিল না করে মঙ্গলবার (১৬ অক্টোবর) ফল প্রকাশ করা হয়। এদিন, দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আখতার হোসেন ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে আমরণ অনশন শুরু করেন। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে পুনরায় বাছাই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।