হত্যাকাণ্ডের শিকার সৌদি সাংবাদিক জামাল খাসোগির বড় ছেলে সালাহ খাসোগি সপরিবারে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে শুক্রবার একথা জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
তার বাবা সৌদি রাজপরিবারের সমালোচনা করায় এতদিন সালাহ’র দেশত্যাগের বিষয়ে নিষেধাজ্ঞা ছিল।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর জামাল খাসোগিকে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতর হত্যা করা হয়। সৌদি আরবে তার লেখালেখির বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের পর খাসোগি যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে যান। সেখানে তিনি ওয়াশিংটন পোস্ট পত্রিকায় কলাম লিখতেন।
সৌদি আরবের পাবলিক প্রসিকিউটর আগামীকাল রোববার তুরস্কে যাওয়ার কথা রয়েছে। সৌদি রাজপরিবার তথা যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই হত্যাকাণ্ডের জড়িত নেই বলে দাবি করছেন সৌদি কর্মকর্তারা।
এদিকে, যুক্তরাষ্ট্রের যাওয়ার দু’দিন আগে সালাহ খাসোগিকে সমবেদনা জানান সৌদি যুবরাজ। এ সময় সালাহ যুবরাজের সঙ্গে হাত মেলাচ্ছেন এমন একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অনেকেই বলছেন, দেশত্যাগের মূল্য হিসেবে তাকে লোক দেখানো এই সামাজিকতা করতে হয়েছে।
এক মার্কিন মুখপাত্র জানান, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দ্বৈত নাগরিক সালাহকে যুক্তরাষ্ট্রে ফিরতে দেয়ায় ‘আনন্দিত’ বলে জানিয়েছেন।
খাসোগি পরিবারের ঘনিষ্ঠ একজন জানান, সালাহ সপরিবারে ওয়াশিংটনে তার মা ও তিন ভাই-বোনের কাছে গিয়ে পৌঁছেছেন।