জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শেষ হচ্ছে আজ সোমবার। এটি দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন শেষ হওয়ার বিষয়টি মত ও পথকে নিশ্চিত করেন।
গত ২১ অক্টোবর এ অধিবেশন শুরু হয়। ওইদিন অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ২৫ অক্টোবর পর্যন্ত এটি চলবে বলে সিদ্ধান্ত হয়। তবে বেশ কিছু আইন পাসের প্রয়োজনীয়তা থাকায় মেয়াদ আরও ৩ কার্যদিবস বাড়ানোর সিদ্ধান্ত হয়।
এদিকে আজ শেষ হওয়ার কথা থাকায় এ অধিবেশনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) পাসের কোনো সম্ভাবনা নেই। যে কারণে এটাকে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করতে হবে। তবে আজ মন্ত্রিসভায় আরপিও অনুমোদন হতে পারে বলে জানা গেছে।
প্রসঙ্গত, আগামী ৩১ অক্টোবর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে।