আজ নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সভা

ডেস্ক রিপোর্ট

নির্বাচন কমিশন ভবন
ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং ডিসেম্বরে ভোট গ্রহণের প্রস্তুতির বিষয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। এ অবস্থায় আজ রোববার আবারও নির্বাচন কমিশনের (ইসি) সভা বসবে। এতে তফসিল বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে।

এর আগেও তফসিলের কাজ শেষ করতে সাপ্তাহিক ছুটির দিন শনিবার কমিশন সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র দাখিল করার সুযোগ রেখে বিধিমালা চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। তবে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধিমালা চূড়ান্ত হয়নি। এ অবস্থায় কমিশন সভা মুলতবি করা হয়েছে।

এদিকে আজ তফসিল ঘোষণা হবে কি-না, সে বিষয়ে নিশ্চিত নন বিশ্লেষকরা। এক্ষেত্রে মঙ্গল অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

ইসির এক যুগ্ম সচিবও গণমাধ্যমকে বিষয়টি অনিশ্চিত বলে জানিয়েছেন। এ ক্ষেত্রে চলমান রাজনৈতিক দলের সংলাপ বিবেচনায় বিষয়টি পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে