সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল ভারতে

ক্রীড়া ডেস্ক

সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছে।

আজ রোববার সকাল সাড়ে ৭টায় বেনাপোল চেকপোস্টে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশ দল ভারতে প্রবেশ করে।

universel cardiac hospital

৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ভারতের নিউ দিল্লিতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

জানা যায়, ১৮ দলের প্রতিনিধি দলে ১৬ জন কিশোর খেলোয়াড় রয়েছেন। টিম ম্যানেজার রয়েছেন পরিতোস দাওয়ান ও কোচ অমল দাস। সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টের শর্ত অনুযায়ী খেলোয়াড়দের সবার বয়স ১৭ বছরের মধ্যে।

টিম ম্যানেজার পরিতোস দাওয়ান ভারত যাওয়ার পথে মত ও পথকে বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের ছেলেরা এ টুর্নামেন্টে জয়লাভ করে দেশের সুনাম বহির্বিশ্বে তুলে ধরবে। পাশাপাশি এ টুর্নামেন্ট সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সৌহার্দ্য, সম্প্রতি ও বন্ধুত্বপূর্ণ সর্ম্পক জোরদার করতে বড় ভূমিকা রাখবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে