জাতিসংঘ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন চায়

ডেস্ক রিপোর্ট

জাতিসংঘ বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতি নজর রাখছে। বাংলাদেশের আগামী নির্বাচন যেন সব রাজনৈতিক দলের সমন্বয়ে অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য হয় সেটিই প্রত্যাশা করছে সংস্থাটি।

স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এমন মন্তব্য করেন সংস্থাটির মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক।

universel cardiac hospital

ফারহান হক বলেন, নির্বাচনকে কেন্দ্র বাংলাদেশের সর্বশেষ তথ্য জাতিসংঘের নজরে রয়েছে এবং জাতিসংঘ তা পর্যবেক্ষণ করছে। জাতিসংঘ চায় যে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এবং স্বচ্ছভাবে অনুষ্ঠিত হোক।

তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘ নিয়মিতভাবে খোঁজখবর রাখছে। নির্বাচনের পরিবেশ ঠিক আছে কিনা তা আমরা সময়মতো তুলে ধরব।

নির্বাচন কমিশন গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৩ ডিসেম্বর ভোট উৎসব অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে