আজ হুমায়ুন আহমেদের জন্মদিনে হুমায়ুন মেলা

ডেস্ক রিপোর্ট

সিনে ও টেলিভিশনের এই জাদুকরী নির্মাতাকে কেন্দ্র করে আজ হ‌ুমায়ূন মেলার আয়োজন করা হয়েছে।

বরাবরের মতোই এটি করছে চ্যানেল আই। চ্যানেলটির প্রাঙ্গণে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ হ‌ুমায়ূন মেলা’। এর আগে এর নাম ছিল ‘হিমু মেলা’।
চ্যানেল কর্তৃপক্ষ জানায়, সকাল ১১টা ৫ মিনিটে হলুদ পাঞ্জাবি গায়ে হলুদ বেলুন উড়িয়ে হিমুপ্রেমীরা মেলার উদ্বোধন করবেন। সেসময়হ‌ুমায়ূন আহমেদের পরিবারের সদস্যসহ বিভিন্ন অঙ্গনের হ‌ুমায়ূন ভক্ত ও বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হবে হ‌ুমায়ূন আহমেদের লেখা গান এবং তার স্মরণে স্মৃতিকথা বলবেন অনুষ্ঠানে বিশিষ্টজনরা। নৃত্য পরিবেশন করবে চ্যানেল আই সেরা নাচিয়ে ও অন্যান্য নৃত্যশিল্পীরা। থাকবে হ‌ুমায়ূন আহমেদের লেখা থেকে আবৃত্তি পরিবেশনা। এছড়াও থাকবে শিশুদের চিত্রাঙ্কন।
মেলা সরাসরি সম্প্রচারিত হবে চ্যানেল আইতে

universel cardiac hospital

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে