জাতীয় পার্টি ‘লাঙল’ প্রতীকে নির্বাচন করবে : হাওলাদার

ডেস্ক রিপোর্ট

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙল প্রতীক নিয়েই অংশ নেবে জাতীয় পার্টি। জাতীয় পার্টি আগের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী।

আজ শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন রুহুল আমিন হাওলাদার।

তিনি বলেন, জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবেই নিজস্ব লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করবে। দেশের মানুষ হুসেইন মুহাম্মদ এরশাদের নয় বছরের দেশ পরিচালনার কথা এখনও মনে রেখেছে। মানুষ এরশাদের নেতৃত্বাধীন সোনালি যুগে ফিরে যেতে চায়।

রুহুল আমিন হাওলাদার বলেন, সব দলের অংশগ্রহণে দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ২০১৪ সালের চেয়ে বর্তমান নির্বাচনী পরিবেশ অনেক ভালো। এটি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়ক হিসেবে কাজ করবে।

এসময় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে