বিলবোর্ড, ব্যানার-পোস্টার সরানোর সময় শেষ হচ্ছে আজ

ডেস্ক রিপোর্ট

নির্বাচন কমিশনের (ইসি) পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচনী প্রচারে ব্যানার, বিলবোর্ড, পোস্টারসহ বিভিন্ন সামগ্রী সরিয়ে ফেলার সময় শেষ হচ্ছে আজ রোববার।

নির্দেশনা অনুযায়ী আজকের মধ্যে এগুলো না সরালে আইনি ব্যবস্থা নেবে ইসি।

universel cardiac hospital

গতকাল শনিবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, রোববার মধ্যরাতের মধ্যে সব ধরনের ব্যানার-ফেস্টুনসহ প্রচারসামগ্রী সরিয়ে ফেলতে বলা হয়েছে। না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ইসি সূত্র জানায়, আচরণ বিধিমালা অনুযায়ী, ভোটের নির্ধারিত তারিখের ২১ দিন আগে কোনো ধরনের প্রচার চালানো যাবে না। এ ছাড়া সব ধরনের প্রচারসামগ্রী হবে সাদাকালো।

প্রথম দফা গত ৮ নভেম্বর তফসিল অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে এসব প্রচারসামগ্রী তুলে ফেলতে নির্দেশনা দেয়া হয়েছিল। পরে গত ১২ নভেম্বর পুনঃতফসিল হওয়ায় তিন দিন বাড়িয়ে ১৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

আজকের মধ্যে এসব অপসারণ না করলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করলে অনধিক ৬ মাসের কারাদণ্ড অথবা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে