টাইগাররা চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২০৪ রানের লক্ষ্য দিয়েছে। টেস্টে এ আর এমন কি লক্ষ্য! পুরো আড়াইটি দিন যেখানে হাতে। কিন্তু বাংলাদেশের স্পিনের সামনে এই লক্ষ্য যে কোনো দলর জন্যই পাহাড়সম।
ক্যারিবীয়রাও হাড়েহাড়ে টের পাচ্ছে তা। লক্ষ্য তাড়া করতে নেমে ১১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারী। সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট।
ক্যারিবীয়দের চতুর্থ উইকেট পতনের পর লাঞ্চ বিরতি দিয়েছেন আম্পায়াররা।
আগের দিনের ৫ উইকেটে ৫৫ রান নিয়ে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে গুটিয়ে যায় টাইগাররা। প্রথম ইনিংসে ৭৮ রানের লিড পেয়েছিল সাকিব আল হাসানের দল। ফলে ২০৪ রানের লক্ষ্য দাঁড়ায় ক্যারিবীয়দের সামনে।
নিজেদের প্রথম ইনিংসে ৩২৪ রান করেছিল বাংলাদেশ। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ ২৪৬ রানে গুটিয়ে যায়।