জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রকাশ করা হবে আজ সোমবার।
বিকেল ৩টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।
সূত্র মতে, দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের হয়ে নির্বাচন করলেও সংসদে ছিলো বিরোধীদলের ভূমিকায়। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করে।
এদিকে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের পর আবারও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে নির্বাচন করবে বলে দলটির সিনিয়র নেতারা বক্তব্য দিয়েছেন।
আওয়ামী লীগ প্রার্থী তালিকা প্রকাশ করার পর গতকাল রোববার দিনগত রাতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সোমবার (আজ) প্রার্থী তালিকা প্রকাশের ঘোষণা দেয় জাতীয় পার্টি।