মহাজোটের প্রার্থী তালিকা ঘোষণা বিকালে

ডেস্ক রিপোর্ট

আজ সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে মহাজোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

বিকাল সাড়ে ৩টায় জোটগত প্রার্থী ঘোষণা করা হবে। জোটের শরিকদের জন্য ৬০ থেকে ৭০টি আসন ছেড়ে দেয়া হয়েছে।

universel cardiac hospital

আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে দলীয় প্রার্থীদের হাতে গতকাল রোববার মনোনয়নপত্র তুলে দিয়েছে আওয়ামী লীগ।

সেতুমন্ত্রী বলেন, সোমবার বেলা সাড়ে ৩টায় জোটগত প্রার্থী ঘোষণা করা হবে। জোটের শরিকদের জন্য ৬০ থেকে ৭০টি আসন ছেড়ে দেয়া হয়েছে।

ঠিক কতটি আসন এবং কোন দলকে কতটি আসন দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি জানি কতটি আসন, কিন্তু বলব না। কাল (আজ সোমবার) আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। তবে জোটের আসন ৭০টির বেশি হবে না।

ওবায়দুল কাদের বলেন, যারা চিঠি (মনোনয়নপত্র) নিচ্ছেন, প্রত্যেকের সই করা উইথড্রয়াল লেটার আছে। আজকে যারা চিঠি নিয়ে যাচ্ছেন, প্রয়োজন হলে সেখান থেকেও শরিকদের আসন ছেড়ে দেয়া হবে।

তিনি বলেন, কোনো কোনো আসনে মনোনয়নের চিঠি দুটিও দেয়া হয়েছে। এটি টেকনিক্যাল কারণে। সময় ও পরিস্থিতি বিবেচনায় প্রার্থী বদলাতেও হতে পারে। অন্য প্রার্থী বেশি শক্তিশালী হলে দলের প্রার্থী বিবেচনা করা হবে।

মনোনয়ন না পাওয়া নিয়ে তৃণমূলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে কি-না এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বিক্ষুব্ধ হতেই পারেন। তবে আমাদের কাছে সার্জারিও আছে, মেডিসিনও আছে। হোমিওপ্যাথি আছে অ্যালোপ্যাথিও আছে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে