ইসি নীলনকশা বাস্তবায়নে কাজ করছে : ফখরুল

ডেস্ক রিপোর্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কোনো লেভেল প্লেয়িংয়ের অবস্থা তৈরি করা হয়নি। এসবের মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) সরকারের নীলনকশা বাস্তবায়নে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারর্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

ইসির পক্ষ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো উদ্যোগ নেয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে গেছি। কিন্তু এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি নির্বাচন কমিশন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন-তফসিল ঘোষণার পর থেকে কোনো গ্রেফতার হবে না, কিন্তু সে অবস্থা দেখা যাচ্ছে না। আপনারা (সরকার) গ্রেফতার বন্ধ করুন। অন্যথায় এর দায়দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনকে নিতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে