সৌদিতে অভ্যুত্থানের ভয়, সেনাবাহিনী তলব

আন্তর্জাতিক ডেস্ক

হঠাৎ করে সৌদি আরবে সামরিক অভ্যুত্থানের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুবরাজ মুহাম্মাদ বিন সালমান অভ্যুত্থান মোকাবেলায় দেশটির পূর্ব ও পশ্চিম এলাকা থেকে সেনা তলব করে রাজধানী রিয়াদে নিয়েছেন। খবর রয়টার্সের।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী সংবাদমাধ্যম আল-খালিজ অনলাইন এ সম্পর্কিত একটি সংবাদ প্রকাশ করে।

universel cardiac hospital

ওই সংবাদে অভ্যুত্থানের মাধ্যমে যুবরাজকে ক্ষমতাচ্যুত করার জন্য অন্য যুবরাজরা ঐক্যবদ্ধ হয়েছেন বলে উল্লেখ করা হয়েছিল।

আল-খালিজে বলা হয়েছে, সৌদি যুবরাজ বর্তমানে জি-২০ সম্মেলনে আর্জেন্টিনায় রয়েছে। তিনি যখন আর্জেন্টিনা যান তখন দেশের পূর্ব ও পশ্চিম এলাকা থেকে সেনাবাহিনীকে রাজধানী রিয়াদের দিকে মার্চ করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, তুরস্কের রাজনাধীন ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনা থেকেই সৌদি রাজপরিবারে অস্থিরতা চলছে। বিশ্বব্যাপী জনমত বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। দেশের অভ্যন্তরেও যুবরাজের বিরুদ্ধে ব্যাপক জনমত গঠিত হয়েছে।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে