জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশীসহ শীর্ষ নেতাদের গ্রেফতার ও মামলার বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।
আজ শনিবার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে তিনি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন।
জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারি হামিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ সম্মেলনে নির্বাচনী পরিবেশ, বিরোধীদের ওপর গায়েবি মামলা ও গ্রেফতারের বিষয়গুলো উঠে আসবে। সংবাদ সম্মেলনের পর ড. কামাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
ঐক্যফ্রন্টের শীর্ষ এক নেতা জানান, নির্বাচনের আগে পুরনো কায়দায় মিথ্যা মামলায় যাদের আসামি করা হচ্ছে, তাদেরকে পুলিশ গ্রেফতার করছে। যারা প্রার্থী তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। নির্বাচনের যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার তা এখন নেই।
তিনি আরও জানান, ‘ড. কামালের মুক্তিযুদ্ধের খেতাব ফিরিয়ে নেয়া হোক’-সহ সম্প্রতি ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতাদের ড. কামাল হোসেন সম্পর্কে নানা ‘কটূক্তি’ ও রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির বিষয়টি উঠে আসবে সংবাদ সম্মেলনে।