যে ৩৫ আসনে সবাই বৈধ

ডেস্ক রিপোর্ট

যাচাই বাছাইয়ে ৩৫টি আসনের সব প্রার্থী বৈধ ঘোষিত হয়েছে।আর খেলাপি ঋণ, দণ্ড, অসম্পূর্ণ মনোনয়নপত্র, স্থানীয় সরকারের পদ না ছাড়া অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার শর্ত পূরণ না করায় বাকি ২৬৫ আসনে কেউ না কেউ বাদ পড়েছেন।

রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশনে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

universel cardiac hospital

কমিশনের যুগ্ন সচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রিটার্নিং কর্মকর্তারা সারাদেশে দাখিল করা তিন হাজার ৬৫টি মনোনয়পত্র বাছাইয়ের পর দুই হাজার ২৭৯ টিকে বৈধ এবং ৭৮৬ মনোনয়পত্র বাতিল ঘোষণা করেন।

আজ (সোমবার) তিন ডিসেম্বর থেকে পাঁচ ডিসেম্বর মনোনয়পত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দায়ের করা যাবে। ছয় থেকে আট ডিসেম্বর দাখিলকৃত আপিলের নিষ্পত্তি হবে।

যে ৩৫টি আসনে বাতিল হয়নি :

ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, জয়পুরহাট-২, চাঁপাইনবাবগঞ্জ-৩, নওগাঁ-২, নাটোর-৩, পাবনা-২ ও ৪, কুষ্টিয়া-৩, বাগেরহাট-৩, খুলনা-১, ৩, ৪, ৫, সাতক্ষীরা-৩, পটুয়াখালী-৪, ভোলা-৩, বরিশাল-৪ ও ৫, পিরোজপুর-২, টাঙ্গাইল-২, ৫, জামালপুর-২, নেত্রকোণা-৩, ঢাকা-১২ ও ১৩, নরসিংদী-৪, গোপালগঞ্জ-২, মৌলভীবাজার-৪, কুমিল্লা-৭, চাঁদপুর-৩, ফেনী-২, নোয়াখালী-৫, লক্ষ্মীপুর-৩, কক্সবাজার-১ আসনে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে