মনোনয়নপত্র বাতিল : আপিল শুরু, ইসিতে সংক্ষুব্ধ প্রার্থীদের ভিড়

ডেস্ক রিপোর্ট

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এসব সংক্ষুব্ধ প্রার্থীরা আপিলের জন্য নির্বাচন কমিশনে ভিড় করছেন।

আজ সোমবার সকাল ১০টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অভ্যর্থনায় আবেদন নেয়া হচ্ছে।

এর আগেই সেখানে বিপুল সংখ্যক প্রার্থী ও তাদের অনুসারিরা জড়ো হন। তারা সাদা কাগজে তথ্য-প্রমাণসহ ইসিতে অভিযোগ দায়ের করছেন।

ইসি কর্মকর্তারা জানান, সংক্ষুব্ধরা আজ সোমবার থেকে বুধবারের মধ্যে ইসিতে অভিযোগ করতে পারবেন। পরে তাদের আবেদনের ওপর ৬ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে সিদ্ধান্ত দেবে ইসি।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার মনঃপুত না হলে সংক্ষুব্ধরা কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। সেখানেও যদি তিনি সন্তুষ্ট না হন তাহলে আদালতে যেতে পারবেন।

গতকাল রোববার সারা দেশে মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তারা।আর বৈধ ঘোষণা করা হয়েছে ২ হাজার ২৭৯ প্রার্থীর মনোনয়নপত্র।

গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিনে সারা দেশে ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল।

এবার সব আসনে প্রার্থী থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার মতো কেউ নেই। যদিও ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ১৫৩ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ৩০ ডিসেম্বর ভোট হবে।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে