ভোটগ্রহণ প্রক্রিয়াকে প্রশ্নের উর্ধ্বে রাখতে হবে : কবিতা খানম

ডেস্ক রিপোর্ট

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, সব ভয়-ভীতির উর্ধ্বে থেকে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। ভোটগ্রহণ প্রক্রিয়াকে প্রশ্নের উর্ধ্বে রাখতে হবে।

আজ শনিবার দুপুরে যশোরের মনিরামপুর উপজেলা অডিটোরিময়ামে প্রিসাইডিং কর্মকর্তাদের দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে পক্ষপাতহীন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ভোট প্রক্রিয়ায় নীতিমালা সম্পর্কে আপনাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে।

আপনাদের সার্বিক নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান তিনি।

প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে কবিতা খানম আরও বলেন, নির্বাচনের আগের দিন রাতে ভোটকেন্দ্রে আপনাদের টিম নিয়ে সর্তকতার সঙ্গে অবস্থান করতে হবে। একটি ভুলের কারণে প্রশংসার স্থলে নিন্দা নিতে চাই না।

তিনি বলেন, রাগ-অনুরাগের উর্ধ্বে থেকে আপনাদের ভোট গ্রহণের দায়িত্ব পালন করতে হবে। কারণ এ নির্বাচনের দিকে বিশ্ব তাকিয়ে আছে।

নারী ভোটারদের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের দিন সকালেই মা-বোন ভোটাররাই আগে ভোট কেন্দ্রে পৌঁছাবেন। চেষ্টা করবেন তারা যেন যথাযথভাবে নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারেন।

গণমাধ্যমকর্মী, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের জন্য নির্বাচনের নীতিমালা অনুসরণের আহ্বান জানান এ নির্বাচন কমিশনার।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে