তুরস্কে যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট এরদোয়ানের তুরস্ক সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন এরদোয়ানের মুখপাত্র।

সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর রাজধানী ইব্রাহিম কালীন বলেন, ট্রাম্প ২০১৯ সালে তুরস্ক সফর করতে চান। তবে তারিখ নির্ধারণ করা হয়নি।

universel cardiac hospital

হোয়াইট হাউজ এরদোয়ানের আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এখনও নিশ্চিত পরিকল্পনা করা হয়নি, তবে প্রেসিডেন্ট আগামীতে সম্ভাব্য একটি সাক্ষাতের বিষয়ে আগ্রহী।

এরদোয়ান গত বছরের মে মাসে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন।

প্রেসিডেন্টের মুখপাত্র আরও বলেন, মার্কিন সেনাবাহিনীর প্রতিনিধি সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে আলোচনার জন্য এই সপ্তাহে তুরস্কে যাবে।

রোববার ট্রাম্প জানান, এরদোয়ানের সঙ্গে তার ফোনে ‘দীর্ঘ ও ফলপ্রসূ’ কথোপকথন হয়েছে। এসময় তারা ‘ধীরে ধীরে ও সমন্বিত ভাবে’ মার্কিন সৈন্য প্রত্যাহারের বিষয়ে আলোচনা করেন।

এসময় দুই দেশের মধ্যে বাণিজ্যের ‘ব্যাপক সম্প্রসারণের’ বিষয়েও আলোচনা করেন বলে জানান ট্রাম্প।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে