টাইগারদের টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলা হচ্ছে না

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দশম স্থানে থেকে বছর শেষ করায় ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারিয়েছে টাইগাররা।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮টি দল সরাসরি টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে।

universel cardiac hospital

নতুন বছরের প্রথম দিন সরাসরি টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া আটি দলের নাম প্রকাশ করেছেন আইসিসি।

দলগুলো হচ্ছে (র‌্যাঙ্কিং ক্রম অনুসারে) পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। তার ওপরেই আছে শ্রীলঙ্কা।

তবে এখনই বাংলাদেশের স্বপ্ন শেষ হয়ে যায়নি। ২০২০ সালের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। ৮টি দল সরাসরি—যা এরই মধ্যে ঠিক হয়ে গেছে। বাকি চারটি দল আসবে গ্রুপ পর্ব থেকে।

র‌্যাঙ্কিংয়ের নবম ও দশম দল হিসেবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ খেলবে গ্রুপ পর্বে। সেখানে থাকবে বাছাইপর্ব খেলে আসা আরো ৬টি দল। গ্রুপপর্ব থেকে মূল পর্বে উঠবে ৪টি দল। অর্থাৎ মূল পর্বে যেতে বাংলাদেশকে পার করতে হবে গ্রুপপর্ব।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে