জাতীয় পার্টি সরকারেই থাকতে চায়

ডেস্ক রিপোর্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের অংশীদার জাতীয় পার্টির (জাপা) অবস্থান কী হবে তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয় ভোটের ফল আসার পর থেকেই। দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সে বিষয়টি আজ খানিকটা খোলসা করলেন।

তিনি বলছেন, আমরা মহাজোটগতভাবে নির্বাচন করেছি। তাই অধিকাংশ এমপিই সরকারের সাথে থাকতে চায়। এ ব্যাপারে মহাজোটের মহানেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন তাই চূড়ান্ত।

universel cardiac hospital

রাঙ্গার এমন মন্তব্যের পর সাংবাদিকরা তার কাছে জানতে চান, তাহলে কি সংসদে বিরোধী দল থাকবে না?

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণই তো বিরোধী দল চায়নি। জনগণই উন্নয়নের স্বার্থে বড় ধরনের বিরোধী দল চায়নি। জনগণই মহাজোটকে ২৮৮ আসনে ভোট দিয়েছে।

উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বানে মহাজোট ২৮৮ আসনে জয়ী পেয়েছে। বিএনপি তথা তাদের জোট ঐক্যফ্রন্টের তরফ থেকে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলা হয়েছে। তবে তা সঠিক নয় দাবি করছে নির্বাচন কমিশন (ইসি)।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে