শনিবার মাঠে গড়াচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর। আর কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে এ আসরে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি এবং ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস। বৃহস্পতিবার রাতে রাজধানীতে পা রাখেন দুই হার্ডহিটার।
বিপিএলে খুবই পরিচিত মুখ আফ্রিদি ও লুইস। ব্যাট-বল হাতে ছড়ি ঘোরাতে সিদ্ধহস্ত বুমবুম খ্যাত পাকিস্তানি অলরাউন্ডার। আর ব্যাট হাতে বোলারদের ঘুম কেড়ে নেন ক্যারবীয় ওপেনার।
এবার দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছে কুমিল্লা। আফ্রিদি, লুইস ছাড়াও দলটিতে রয়েছেন বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছর নিষিদ্ধ স্টিভেন স্মিথ, শোয়েব মালিকের মতো ক্রিকেটাররা। তাদের নেতৃত্ব দেবেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল।
কুমিল্লা ভিক্টোরিয়ানস স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, মেহেদী হাসান, জিয়াউর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ ও সনজিত সাহা, শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডওসন, শহীদ আফ্রিদি, স্টিভেন স্মিথ, এভিন লুইস, ওয়াকার সালমাখেইল ও আমের ইয়ামিন।