গাড়ির জ্বালানি যখন পানি!

তথ্য ও প্রযুক্তি ডেস্ক

আরও আগেই বিকল্প হিসেবে পানি দিয়ে গাড়ি চালানোর উপায় উদ্ভাবনে কাজ শুরু হয়েছে। এবার ইসরাইলের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা আভিভ জিদন বিষয়টি বাস্তবে রূপ দিয়েছেন।

অ্যালুমিনিয়াম-এয়ার, জিঙ্ক এয়ার ব্যাটারিতে চলছে এ গাড়ি। ব্যাটারিগুলো বাতাস থেকে অক্সিজেন নিতে পারে, আর ধাতুগুলোর সঙ্গে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। সেই শক্তিতে ভর করে সর্বত্র চলবে এ গাড়ি। একটি ব্যাটারি ও একবার পানি ভরে টানা ৩০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম এই গাড়ি।

universel cardiac hospital

খবরে বলা হয়েছে, বিকল্প শক্তির অনুরাগী হওয়ায় মেটাল-এয়ার টেকনোলজির সাহায্য নেয়া হয়েছে। ইজরাইলের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক আরিয়ে জাবানের গবেষণাগারে এই জিরো এমিশন-হাই ডেনসিটি সিস্টেমের ব্যাটারি তৈরি করা হয়েছে।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে