অর্থনীতিতে বিনিময় হারের প্রভাব বিষয়ে সেমিনার ঢাকা স্কুল অব ইকনোমিকসে

ডেস্ক রিপোর্ট

দেশের রপ্তানিখাত তথা সামষ্টিক অর্থনীতিতে বিনিময় হার কীভাবে প্রভাব ফেলতে পারে এ বিষয়ে সম্প্রতি সেমিনার অনুষ্ঠিত হয় ঢাকা স্কুল অব ইকনোমিকসে। সেমিনারের আয়োজক উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব।

ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি কোর্সের সমন্বয়কারী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মুহম্মদ মাহবুব আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী খলীকুজ্জমান আহমদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের হিউস্টন ইউনিভার্সিটির অর্থনীতি’র অধ্যাপক ড. আনিসুল এম ইসলাম।

universel cardiac hospital

অধ্যাপক ড. কাজী খলীকুজ্জমান বলেন, ম্যাক্রো-র্অথনীতি ধীরে ধীরে দশেে শক্তশিালী হচ্ছে এবং সামাজিক দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষের অবদানই আমাদের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম কারণ বলে মন্তব্য করেন তিনি।

অধ্যাপক ড. আনিসুল এম ইসলাম বলেন, বিশ্ব অর্থনীতির ইতবিাচক প্রভাব রয়ছেে দেশীয় র্অথনীতিতে এমন মন্তব্য করে ড. আনিসুল বলেন, বিশ্বের অর্থনৈতিক অগ্রগতি বাংলাদেশের রপ্তানি প্রভাবরে সাথে সামঞ্জস্যর্পূণ । বিশ্বায়নের এই সময়ে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে ওই দেশের সাথে সম্পর্কযুক্ত দেশের অর্থনীতির ইতিবাচক পরিবর্তন আমরা দেখতে পাই।

সভাপতির বক্তব্যে ড. মুহম্মদ মাহবুব আলী উল্লেখ করেন, যদি টাকার মূল্য বিপরীতভাবে হ্রাস পায় তবে আমদানি ব্যয়বহুল হবে এবং সীমতি সম্পদের কারণে রপ্তানি কম প্রতযিোগতিামূলক হবে।

অন্যান্যদের মাঝে ঢাকা স্কুল অব ইকনোমিকসের সহকারী অধ্যাপক রেহানা পারভীন এবং উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাবের সদস্যরা সেমিনারে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে