খালেদা জিয়াকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট

ডেস্ক রিপোর্ট

আদালত গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছেন।

আজ বৃহস্পতিবার শুনানি শেষে পুরান ঢাকার বকশীবাজার অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার এ আদেশ দেন।

universel cardiac hospital

এদিন খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন।

অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী খালেদা জিয়াকে হাজির করার জন্য প্রডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করেন।

খালেদা জিয়ার আইনজীবী গণমাধ্যমকে বলেন, আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৬ জানুয়ারি খালেদা জিয়াকে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মো. গোলাম শাহরিয়ার ১৩ জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন।

মামলার তদন্ত শেষে ২০০৮ সালের ১৩ মে জোট সরকারের প্রভাবশালী নয় সাবেক মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মো. জহিরুল হুদা অভিযোগপত্র দাখিল করেন। কয়েক আসামি মারা যাওয়ায় মামলাটিতে বর্তমান আসামির সংখ্যা ১৯ জন।

এ মামলার অভিযোগপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন খালেদা জিয়া। রিট আবেদনের কারণে প্রায় ৮ বছর নিম্ন আদালতে বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।

রিট খারিজ করে উচ্চ আদালত ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে দুই মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। উচ্চ আদালতের নির্দেশে ওই বছরের ৫ এপ্রিল আত্মসমর্পণ করে জামিন পান খালেদা জিয়া।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে