ভিক্টোরিয়া জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের ভিক্টোরিয়া জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে ওই পাটকলে আগুনের সূত্রপাত হয়। পাহাড়তলী থানার ওসি সদীপ দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

universel cardiac hospital

স্থানীয় বাসিন্দারা জানান, ভিক্টোরিয়া জুট মিল বেশ কয়েক বছর আগে ভাড়ায় দিয়ে দেয়া হয়। সেখানে আগের কারখানার বেশিরভাগ অংশ এখন গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি একটি বেসরকারি কোম্পানির তত্ত্বাবধানে জুট মিল এলাকায় একটি কন্টেইনার ডিপোও গড়ে তোলা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জসিম উদ্দীন  জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের ১৪টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভিক্টোরিয়া জুট মিল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তবে জুট মিলের গুদামগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে। ঐসব প্রতিষ্ঠানের গুদামে আগুন লাগে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে