ঋণের টাকার ঝামেলায় আছেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক

universel cardiac hospital

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার পরিবার ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে আইনি জটিলতায় পড়তে চলেছেন।

এ জন্য ২৯ জানুয়ারি মুম্বাইয়ে এক মেট্রোপলিটন আদালতে হাজিরা দিতে হবে শিল্পা, তার বোন শমিতা ও মাসুনন্দাকে।

জানা গেছে, ফরহাদ নামের এক গাড়ি ব্যবসায়ী শিল্পা ও তার পরিবারের বিরুদ্ধে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ এনেছেন।

দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ব্যবসা বিস্তারের নামে শিল্পার বাবা সুরেন্দ্র শেঠি ২০১৭ সালের জানুয়ারিতে ২১ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এরপর ফরহাদ টাকা ফেরত চাইতে গেলে তখন শিল্পার বাবা বলেছিলেন, যে ব্যবসার জন্য এই টাকা ঋণ নেওয়া, সেই ব্যবসার সঙ্গে তার মেয়ে ও স্ত্রী যুক্ত। তাই টাকা ফেরত পেতে অসুবিধা হবে না।

এরপর সুরেন্দ্রর মৃত্যুর পর তার পরিবারের কাছে সেই টাকা দাবি করতে গেলে, শিল্পা ও তার পরিবার গোটা বিষয়টি অস্বীকার করেন।

এদিকে এই অভিযোগ অস্বীকার করে শিল্পা শেঠি বলেন, অভিযোগকারী সংবাদমাধ্যমকে ভুল তথ্য দিচ্ছেন।

১৯৯৩ সালের ‘বাজিগর’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন শিল্পা শেঠি। সেখানে শাহরুখ খানের বিপরীতে একটি চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন। তারপরে গোবিন্দ, সালমান খান, অক্ষয় কুমারের সঙ্গে একের পর এক হিট ছবি করেন এই অভিনেত্রী।

২০০৭ সালের পর থেকে শিল্পাকে সিনেমায় তেমন আর দেখা যায়নি। ইতিমধ্যে শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করে আইপিএলের বেশ কিছু জটিলতায় ফেঁসে আছেন এই অভিনেত্রী। তার মাঝে নতুন করে আবারো ঝামেলায় জড়ালেন তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে