সাই পল্লবী ফিরছেন মালায়ালাম ভাষার সিনেমায়

বিনোদন ডেস্ক

universel cardiac hospital

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী ২০১৫ সালে ‘প্রেমাম’ সিনেমার মাধ্যমে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এতে অভিনয় করে দর্শকদের যেমন নজর কাড়েন, তেমনি জিতে নেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিষেক অভিনেত্রীর পুরস্কার।

২০১৬ সালে মালায়ালাম ভাষার ‘কালি’ সিনেমায় সর্বশেষ দেখা যায় সাই পল্লবীকে। এরপর আর কোনো মালায়ালাম সিনেমায় অভিনয় করেননি এই অভিনেত্রী।

প্রায় ৩ বছর পর আবারো মালায়ালাম ভাষার একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, মালায়ালাম ভাষার একটি সিনেমা নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে বিবেকের। নাম ঠিক না হওয়া এ সিনেমায় অভিনয় করবেন সাই পল্লবী।

এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন মালায়ালাম সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা ফাহাদ ফজিল। থ্রিলার ঘরানার সিনেমাটির চিত্রনাট্য রচনা করছেন পিএফ ম্যাথিউ। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগির শুটিং শুরু হবে।

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। ২০১৫ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি।

এরপর ‘ফিদা’, ‘এমসিএ’, ‘মারি টু’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

শুধু তাই নয়, চলচ্চিত্র সমালোচকদের ঢের প্রশংসাও কুড়ান সাই পল্লবী। বর্তমানে তামিল ভাষার ‘এনজিকে’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে