পদত্যাগ করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি আল-হামদাল্লাহ। গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দেন রামি ও তার নেতৃত্বাধীন ঐক্য সরকার।
তবে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করবেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরের রামাল্লায় মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর এ পদত্যাগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী রামি।
এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
তবে গত রোববার তার সভাপতিত্বে অনুষ্ঠিত ফাতাহ’র এক বৈঠকে বর্তমান সরকারের পরিবর্তে নতুন একটি সরকার গঠনের সুপারিশ করেছিল ফাতাহ সেন্ট্রাল কাউন্সিল।
হামাসের একজন কর্মকর্তা এর নিন্দা জানিয়ে বলেছেন,এ পদক্ষেপ দলটিকে ফিলিস্তিনের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া এবং একঘরে করে ফেলারই চেষ্টা।
প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহকে ক্ষমতা থেকে সরিয়ে ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর ছোট দলগুলোর প্রতিনিধি এবং স্বতন্ত্রদের নিয়ে একটি নতুন সরকার চায় ফাতাহ সেনট্রাল কাউন্সিল।
২০১৪ সালে সংঘাতে লিপ্ত দুই দল ফাতাহ এবং হামাসের সমঝোতার মধ্য দিয়ে রামাল্লায় রামির মন্ত্রিসভা প্রতিষ্ঠিত হয়। তাই রামির সরকারকে বলা হয় ফিলিস্তিনের জাতীয় ঐক্যমতের সরকার।