যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের সব রকমের সহায়তা বন্ধের ঘোষণা দিল

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিন
ফিলিস্তিন। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) ফিলিস্তিনিদেরকে সব রকমের সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে । গণমাধ্যমে পাঠানো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কথা জানিয়ে তুর্কী সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন কর্তৃক ফিলিস্তিনকে ‘সন্ত্রাসবাদী কর্মকান্ড’ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ব্যর্থ হওয়ার পরে (ইউএসএআইডি) ফিলিস্তিনে নিরাপত্তা প্রদানসহ অন্যান্য সব রকমের সহায়তা বন্ধের ঘোষণা দিল।

universel cardiac hospital

অধিকৃত পশ্চিমতীর, গাজা এবং জর্ডানে অবস্থানরত ফিলিস্তিনিরা এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকবে।

এ ব্যাপারে ফিলিস্তিনের সরকারি কর্মকর্তা সায়েব আরিকত বলেন, আমাদের প্রধানমন্ত্রী, রামী হামদুল্লাহ আগেই যুক্তরাষ্ট্রকে নিরাপত্তাসহ সবরকমের সহযোগিতা বন্ধের আবেদন জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন,ফিলিস্তিনিরা এমন কিছু করছে না-যা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে পরিগণিত হবে আর এটা বন্ধের জন্য ওয়াশিংটন আমাদের অনুরোধ জানাবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে