অনাথ শিশু আবদুর রাজ্জাক (১৫) ও মো. হোসেন (১২) দিনভর ঘুরত পথে পথে। হোটেল-রেস্টুরেন্ট থেকে উচ্ছিষ্ট খাবার কুড়িয়ে মেটাত ক্ষুধা। এ ছাড়া পথচারীদের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে চলত তারা। রাতে ঘুমাত নগরীর পিকচার প্যালেস মোড় কিংবা হাদিস পার্কের পাশের ফুটপাতে। আর বেশিরভাগ সময় নাকে-মুখে আঠা (সলিউশন) শুঁকে নেশায় বুঁদ হয়ে এদিক-সেদিক ঘুরে বেড়াত। অনেকদিন ধরেই চলছিল তাদের এ অবস্থা।
খুলনা থানা পুলিশ আবদুর রাজ্জাক, মো. হোসেনসহ ১৩ পথশিশুকে উদ্ধার করে আলোর পথে ফিরিয়েছে। গত শুক্রবার রাতে নগরীর ডাকবাংলো মোড়, পিকচার প্যালেস মোড়, রয়্যাল মোড় ও হাদিস পার্কের মোড় থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পথশিশুরা হলো- আনাজ (১২), সৌরভ (১৪), আকবর (৮), রাপ্পী (১৫), নূর ইসলাম (১৪), আব্বাস (১১), সাগর সরকার (১৫), আসিফ মৃধা (১৩), রাব্বী খান (৯), বাবু শেখ (১৫) ও আদু (১৫)।
খুলনা থানার ওসি হুমায়ুন কবীর জানান, উদ্ধার শিশুদের মধ্যে ৯ জনকে শনিবার দুপুরে বটিয়াঘাটা উপজেলার শেখ রাসেল শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। আর ৪ জনকে খুলনা ও যশোরের বিভিন্ন স্থানে তাদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, পথশিশু ভেবে নেশায় আসক্ত আরও ৩ জনকে উদ্ধার করে আনা হয়েছিল। যাচাই-বাছাই করে দেখা গেছে- তারা শিশু নয়, যুবক। তাই মাদক সেবনের অভিযোগে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার গণমাধ্যমকে বলেন, পুরাতন রেলস্টেশন, বিআইডব্লিউটিএ ঘাট, নতুন বাজার লঞ্চঘাট, সোনাডাঙ্গা বাস টার্মিনাল, হাদিস পার্কসহ নগরীর বিভিন্ন স্থানেই পথশিশুদের দেখা যায়। তারা দিনভর আঠার নেশায় বুঁদ হয়ে থাকে। সবাইকে দ্রুত পুনর্বাসনের আওতায় আনা প্রয়োজন।