৩০৫-৩০ খ্রিষ্টপূর্বের মমির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

মিসরের মিনায়াতে ২৩০০ বছরের পুরোনো অর্থাৎ তোলেমাইক যুগের ৫০টি মমি করা দেহের সন্ধান পেয়েছে দেশটির প্রত্নতাত্ত্বিকরা। শনিবার দেশটির পুরাতত্ত্ব মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়েছে, সন্ধানকৃত ৫০ মমির মধ্যে ১২টি শিশুর। ধারণা করা হচ্ছে মমিগুলো ৩০৫-৩০ খ্রিষ্টপূর্বের। সম্প্রতি মিনায়ার এল গাবেল তুনার ৩০ ফিট গভীরে চারটি সমাধিকক্ষ থেকে এসব মমি উদ্ধার করা হয়েছে।

এসব মমির কয়েকটি কাপড়ে মোড়ানো ছিলো। আবার কয়েকটি পাথর ও কাঠের কফিনে রাখা ছিলো।

দেশটির পুরাতত্ত্ব সুপ্রিম কাউন্সিলের সেক্রটারি জেনারেল মোস্তফা অজিরি জানিয়েছেন, উদ্ধারকৃত মমিগুলোর পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। এর সাথে খোদাই করা বা লিখিত কোনো কিছু পাওয়া যায়নি। তবে মমিগুলোর অবস্থান ও রাখার ধারণ দেখে ধারণা করা হচ্ছে তারা সবাই গুরুত্বপূর্ণ কেউ ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে