সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন এরশাদ

ডেস্ক রিপোর্ট

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এরশাদ। এসময় তার সঙ্গে ফিরেছেন ছোট ভাই হুসেইন মোর্শেদ, তার স্ত্রী রুমানা মোর্শেদ ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য খালেদ আখতার।

গত ২০ জানুয়ারি সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ। রক্তে হিমোগ্লোবিন ও লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। একাদশ সংসদ নির্বাচনের আগেও সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন এরশাদ। তবে নির্বাচনের আগে দেশে ফিরলেও অসুস্থতার কারণে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেননি তিনি। পরে গত ৬ জানুয়ারি শপথ নেন এরশাদ।

এদিকে দেশে ফিরলে বিমানবন্দরে এরশাদকে স্বাগত জানান জাপার ভারপ্রাপ্ত চেয়ার‍ম্যান জি এম কাদের, জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ, সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নু, গোলাম কিবরিয়া টিপু, সালমা ইসলামসহ দলের নেতাকর্মীরা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে