এসএসসি ও সমমানের পরীক্ষায় টাঙ্গাইলের ভূঞাপুরে ১ শিক্ষক ও ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার ইংরেজি ১ম পত্র পরীক্ষায় ভূঞাপুর-২ কেন্দ্রের পলশিয়া রানী দীনমনি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে পরীক্ষার্থীকে প্রশ্নের উত্তর বলে দেয়ার দায়ে শফিকুল ইসলাম নামে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। তিনি কালিহাতী উপজেলার চরসিঙ্গুলী মুসলিম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
এ ছাড়া ভূঞাপুর-১ কেন্দ্রের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যূতে অসদুপায় অবলম্বনের দায়ে ১০ অনিয়মিত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে ৭ জন ঘাটাইল উপজেলার সিংগুরিয়া লোকেরপাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়ের, ২ জন ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়ের ও ১ জন জুংগীপুর রুলীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় পরীক্ষার্থীকে সহযোগিতার দায়ে এক শিক্ষক ও অসদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন বিদ্যালয়ের ১০জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।