৯ বছর পর ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল

ক্যাম্পাস ডেস্ক

২০১০ সালে জানুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বশেষ মিছিল-সমাবেশ করেছিল ছাত্রদল। এরপর বিএনপির সহযোগী এই সংগঠনের আর কোনো মিছিল-সমাবেশ দেখা মেলেনি। অবশেষে দীর্ঘ প্রায় ৯ বছর পর ডাকসু নির্বাচনের আগে আবারো মিছিল করলো সংগঠনটি।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করাসহ ৭ দফা দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দেয় ছাত্রদল। এ সময় ছাত্রদলের সভাপতি রাজীব হাসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

universel cardiac hospital

স্মারকলিপিতে ডাকসু নির্বাচন তিন মাস পেছানোর দাবিসহ ক্যাম্পাসে সহাবস্থানের পরিবেশ তৈরির দাবি জানানো হয়। কার্যালয় থেকে বেরিয়ে ছাত্রদল মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে দিয়ে টিএসসি হয়ে শাহবাগের দিকে চলে যায়।

এরপর উপাচার্যের (ভিসি) কার্যালয়ের সামনে থেকে বেরিয়ে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ভিসির বাসভবনের সামনে দিয়ে টিএসসি হয়ে শাহবাগের দিকে চলে যায়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে