উপজেলা নির্বাচন : মনোনয়ন ফরম বিক্রিতে আ.লীগের আয় ৬ কোটি

ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি

উপজেলা নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যন পদে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে ৫ কোটি ৮৯ লাখ ৫ হাজার টাকা আয় হয়েছে আওয়ামী লীগের।

আজ শুক্রবার দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

universel cardiac hospital

আগামী আগামী ১০ মার্চ প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হবে। আর এই নির্বাচনে প্রার্থী বাছাইয়ে মনোনয়নপ্রত্যাশীদের কাছে প্রথমে চেয়ারম্যান এবং পরে ভাইস চেয়ারম্যাপ পদেও মনোনয়ন ফরম বিক্রি হয়।

চেয়ারম্যান পদে প্রতিটি ফরম বিক্রি হয়েছে ২০ হাজার টাকা করে। আর ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদের জন্য ৫ হাজার টাকা করে নেওয়া হয়।

তবে ফরম সবার জন্য উন্মুক্ত ছিল না। তৃণমূল থেকে মনোনয়নের জন্য যাদের নামে সুপারিশ এসেছে, কেবল তারাই ফরম কিনতে পেরেছেন।

ওবায়দুল কাদের জানান, ৪ দিনে চেয়ারম্যান পদের ২ হাজার ৭৬টি এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ৩ হাজার ৪৮৫টি ফরম বিক্রি হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে