শপথ নিলেন সৈয়দ আশরাফের বোন লিপি

ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সৈয়দা জাকিয়া নূর লিপি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী আজ শনিবার সকালে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের এই সাংসদকে জাতীয় সংসদে নিজ কার্যালয়ে শপথ পাঠ করান ।

universel cardiac hospital

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সৈয়দা জাকিয়া নুর মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি প্রয়াত সৈয়দ নজরুল ইসলামের কন্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েও শপথ নেয়ার আগেই গত ৩ জানুয়ারি ইন্তেকাল করলে কিশোরগঞ্জ-১ আসনে আবারো তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এখানে সৈয়দা জাকিয়া নুর লিপির সঙ্গে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইসি তাকে নির্বাচিত ঘোষণা করে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে