আগামীকাল বেসরকারি হজ যাত্রীদের নিবন্ধন শুরু

ডেস্ক রিপোর্ট

২০১৯ সালে হজ পালনের জন্য বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে আজ (রোববার) থেকে। একই সঙ্গে আগামী ২০ মার্চের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে হজ এজেন্সিকে। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে হজ প্যাকেজ-২০১৯ ঘোষণার সময় হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম এসব তথ্য জানান।

হাব সূত্রে জানা যায়, বেসরকারি ব্যবস্থাপনায় কোরবানি বাদে প্যাকেজের সর্বনিম্ন মূল্য ৩ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। কোরবানির জন্য দিতে হবে ১১ হাজার ৮১২ টাকা। কিন্তু যারা আগে হজ করেছেন তাদের অতিরিক্ত ৪৭ হাজার ২৫০ টাকা দিতে হবে। এ ছাড়া হজের নিবন্ধনের সময় ১ লাখ ৪২ হাজার ৬৪৬ টাকা জমা দিতে হবে। বিড়ম্বনা এড়াতে এবার হজ যাত্রীদের পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টি বাতিল করা হয়েছে বলেও জানায় হাব।

universel cardiac hospital

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে