বাংলাদেশের আকাশে আজ ১৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাতে দেখা যাবে বড় আকারের পূর্ণ বরফ চাঁদ বা সুপারমুন। কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছকাছি চলে আসে তখন এর দেখা মেলে।
বাংলাদেশ সময় রাত ৭টা ৫৩ মিনিট থেকে দেখা যাবে সুপারমুন। স্বাভাবিকের চেয়ে আজ চাঁদ ১৪ দশমিক ১ ভাগের বেশি উজ্জ্বল দেখাবে।
পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব প্রায় ২৩৮,৮৫৫ মাইল। তবে আজ পৃথিবী থেকে চাঁদ ২ লাখ ২১ হাজার ৭৩৪ মাইল দূরত্বে অবস্থান করবে।
নাসা বলছে, আজকের সুপারমুন হবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল। ২০১৯ সালে তিনবার সুপারমুনের দেখা মিলবে। আজকেরটি দ্বিতীয়।
এর আগে জানুয়ারিতে সুপারমুন দেখা গিয়েছিল। কিন্তু তা বাংলাদেশ থেকে দেখা যায়নি।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সুপারমুন দেখতে হয় চাঁদ ওঠার কিছুক্ষণ পরই। এ ধরনের সুপারমুনকে বাংলায় ‘পূর্ণ বরফ চাঁদ’ বলা হয়।