জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তার বিভাগের বান্ধবীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
একই সঙ্গে অভিযুক্ত ছাত্রী ওই ছাত্রকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।
আজ বুধবার প্রক্টর বরাবর দেয়া এক লিখিত অভিযোগপত্র থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ভুক্তভোগী ছাত্র ও অভিযুক্ত ছাত্রী দুজনই দর্শন বিভাগের প্রথম বর্ষের (৪৭ ব্যাচ) শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ক্লাস রুটিন নিয়ে তাদের মধ্যে ফেসবুকে বাকবিতণ্ডা হয়। এসময় মেয়েটি ছেলেকে গালিগালাজ করে।
বুধবার দুপুর ২টার দিকে ক্লাসে ছেলেটি ওই মেয়েকে গালিগালাজ করার করাণ জানতে চাইলে মারধরের এ ঘটনা ঘটে। জনসম্মুখে মেয়েটি তাকে প্রাণনাশেরও হুমকি দেয়।
এ অবস্থায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন।
ভুক্তভোগী ছেলেটি বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী ও মেয়েটা বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী।
এ বিষয়ে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান মত ও পথকে বলেন, অভিযোগ পেয়েছি। এমন ঘটনা সাধারণত বিভাগই তদন্ত করে। যদি বিভাগ তদন্ত না করে তবে আমরা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিব।