প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাষা-সাহিত্য, সংস্কৃতিকে এগিয়ে নেয়া আমাদের কর্তব্য। এই থেকে নতুন প্রজন্ম শিক্ষা নিবে। এছাড়া একুশের চেতনায় ভাষা-সংস্কৃতি রক্ষা এবং দেশ গড়ার সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই বিশ্বের বুকে বাংলা ভাষা এবং বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।
আজ বুধবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একুশে পদক বিজয়ীদের মাঝে পদক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী সরকারের অধীনেই রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা লাভ করেছে। এমনকি শহীদ মিনারও নির্মাণ করা হয়।
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে একুশে পদক বিতরণ প্রধানমন্ত্রী। এসময় বিজয়ীদের মঙ্গল কামনা করেন তিনি।