রাজধানীর চকবাজারের পাঁচতলা ভবনে ভয়াবহ আগুন, আহত অর্ধশত

বিশেষ প্রতিনিধি

ফাইল ছবি

রাজধানী চকবাজার এলাকার একটি ৫ তলা আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাপ্ত খবর, আগুনে দগ্ধ ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

universel cardiac hospital

ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রিবেন মোবাইল ফোনে বলেন, চকবাজারে চুরিহাট্টা মসজিদ গলির একটি পাঁচ তলা ভবনে আগুন লেগেছে।

বুধবার রাত সাড়ে ১০টার পর আগুন লাগে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

সবশেষ পাওয়া খবর অনুযায়ী, আহত ৫০ জনের মধ্যে অন্তত ৩০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে কর্তব্যরত কর্মীরা জানান, এদের মধ্যে ১২ জন অগ্নিদগ্ধ এবং বাকিদের বিভিন্ন স্থানে জখম রয়েছে। অগ্নিকাণ্ডের পর দ্রুত নামতে জখম হন অনেকে। লাফিয়ে নামতে গিয়ে হাত-পাও ভেঙেছেন কেউ কেউ।

ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, আহত আরও অনেকে আসছে।

হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে রয়েছেন- আলামিন (২৫), রিমন (২৮), সিয়াম (২৩), রেজাউল (২১), বাবুল (২৮), শহিদ (৫২), শহিদুল্লাহ (৫০), করিম(৫০), শামীমুর রহমান (৪২), সাইফুল (৩৫), সালাউদ্দিন (২৬), জাকির হোসেন (৫০), মাহমুদ (৫০), লামিম (১২), আনোয়ার (৫৫), সালাউদ্দিন (৩৫), পীর মোহাম্মদ (৪৭), কাউছার (৪৫), সোহেল (৩৫), পলাশ (৩৫), জাহাঙ্গীর (৩৫), সালাম (৩৫), রবিউল (২৭), মন্জুরুল আলম (৪৫), জিয়াউদ্দিন (২৪)।

এ বিষয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।

তবে ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে