সব ধরনের খেলায় পাকিস্তানকে ভারতের বয়কট করা উচিত : সৌরভ

ক্রীড়া ডেস্ক

ফাইল ছবি

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতের ৪৯ সিআরপিএফ সদস্য মারা গেছেন। ভারতের দাবি, নৃশংস সেই হামলায় পাকিস্তান জড়িত। আর এই হামলার কারণে সব ধরনের খেলায় পাকিস্তানকে ভারতের বয়কট করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

সৌরভ গাঙ্গুলী বলেন, শুধু ক্রিকেট, ফুটবল বা হকি নয়। পাকিস্তানের সঙ্গে ভারতের কোনো ধরণের সম্পর্ক রাখাই উচিত নয়।

universel cardiac hospital

ভারতের হয়ে টেস্ট এবং ওয়ানডে মিলে ৪২৪ ম্যাচ খেলে ৩৮টি সেঞ্চুরির সাহায্যে ১৮ হাজার ৫৭৫ রান সংগ্রহ করেন গাঙ্গুলী। শুধু তাই নয়, ভারতকে ১৯৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৭৭ ম্যাচে জয় উপহার দেন অন্যতম সফল এই অধিনায়ক।

পাকিস্তানের সঙ্গে না খেললে ভারতের তেমন কোনো সমস্যা হবে না উল্লেখ করে সৌরভ বলেন, এবারের বিশ্বকাপে দশটি দল অংশ নেবে। প্রত্যেকটা দল প্রত্যেকের সঙ্গে খেলবে। আর আমি মনে করি একটা ম্যাচ না খেললে ভারতের কোনও অসুবিধে হবে না। আমার মনে হয়, ভারতকে ছাড়া বিশ্বকাপ আয়োজন করা আইসিসির পক্ষে কঠিন কাজ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে